বাংলাদেশে বছরে ১ লাখ মানুষের মধ্যে ২২৫ জন যক্ষ্মারোগে নতুনভাবে আক্রান্ত হচ্ছে। এ রোগে বছরে প্রতিলাখ মানুষের মধ্যে ৪৫ জন মারা যাচ্ছে।
সোমবার (১১ সেপ্টেম্বর)বেলা ১১টায় স্থানীয় প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত এ মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন নাটাব জেলা সমিতির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু।
সভায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান প্রধান অতিথি এবং ডা.এ এফ এম নুরুজ্জামান মুন্সি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি মো.কায়েস উদ্দিন এবং নাটাবের কেন্দ্রীয় সোস্যাল মোবিলাইজার মো.জাহিদ হোসেন চেীধুরী বক্তব্য রাখেন।
সভায় নওগাঁ’র সকল ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ৬:৪০ পিএম,১১ সেপ্টেম্বর ২০১৭,সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur