দেশে প্রতিবছর এক লাখ ২২ হাজার ৭১৫ জন মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হন।
উপজেলা পর্যায়ে ক্যানসার সচেতনতা ও শনাক্তকরণের লক্ষ্যে সমাজসেবাভিত্তিক ক্যানসার সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান বিশেষজ্ঞরা।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর) এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার ৬০টি উপজেলায় দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে।
অনুষ্ঠানে ক্যানসার বিশেষজ্ঞরা জানান, ক্যানসার আক্রান্তদের মধ্যে এক-তৃতীয়াংশ চিকিৎসাসেবা পান। আর প্রতিবছর ক্যানসারে মারা যান ৯১ হাজার ৩৩৯ জন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ