Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ‘উন্নয়ন বাধাগ্রস্ত করতেই দেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে’
‘উন্নয়ন বাধাগ্রস্ত করতেই দেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে’
ফাইল ছবি

‘উন্নয়ন বাধাগ্রস্ত করতেই দেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে’

‘সরকার বিরোধী কোন অপশক্তি দেশের ধারাবাহিক উন্নয়নকে পিছিয়ে দিতে পারবেনা । এই উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করতেই দেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে।’

বৃহস্পতিবার (১১ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে মাদকদ্রব্য সেবনের কুফল ও প্রতিকার শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং জঙ্গি-সন্ত্রাসবিরোধী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার এসব কথা বলেন।

জঙ্গিদের প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বিদেশিদের কাছে দেশ ও ইসলামকে হেয় করতে জঙ্গি দিয়ে নাশকতার চক্রান্ত চালাচ্ছে একটি চক্র। জঙ্গিদের স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কারণ দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে ।’

মাদকসেবীদের সচেতনায় শামসুন্নাহার বলেন, ‘যারা মাদক বিক্রি করছে তারা লাভবান হচ্ছে। কিন্ত যারা সেবন করছে তারা মাদক সেবন করে নিজেদের জীবন নষ্ট করে দিচ্ছে। তাই মাদক বিক্রেতা থেকে মাদক না কেনা হলে মাদক ব্যবসায়ীরা বিক্রি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হবে। যার ফলে মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজ রক্ষা পাবে।’

উপজেলা পরিষদের মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আ. রশিদ মজুমদার, পৌর মেয়র আ.স.ম মাহ্বুব-উল-আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.অলিউজ্জামান।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুণ, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের প্রভাষক মো. জাহিদ হাসান ।

এই সময় অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মো. গোলাম মোস্তফা স্বপন, কবির হোসেন মিয়াজী, গাজী মনির হোসেন, মির্জা জলিলুর রহমান দুলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, জাকির হোসেন লিটুসহ অন্যন্যারা ।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয় : আপডেট, বাংলাদেশ সময় ১১:২৮ পিএম, ১১ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply