গত কয়েক বছর ধরে হ্যাকিং এর ঘটনার শিকার হয়েছেন ডিজিটাল জগতে বিচরণকারীরা। প্রযুক্তির জগতে এই ধরণের ঘটনা দিনে দিনে যেন বেড়েই চলেছে। এবার অন্তত ৭৭ কোটি ৩০ লাখ ইমেইল গ্রাহকের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয় এই ঘটনায় অন্তত দুই কোটি ১০ লাখ গ্রাহকের পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ট্রয় হান্ট তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করেছে। তবে খুশির বিষয় হচ্ছে ইমেইল ও পাসওয়ার্ড খোয়া গেলেও কারো ক্রেডিট কার্ডের ডিটেইল হ্যাকাররা জানতে পারেনি বলে জানায় প্রতিষ্ঠানটি।
তবে প্রতিষ্ঠানটি বলছে, ‘তাদের কাছে ১১৬ কোটি দুই লাখ ৫৩ হাজার ২২৮টি ইউনিক ইমেইল আইডি ও পাসওয়ার্ড ফাঁসের তথ্য রয়েছে।’
শুধু ইমেইল আইডি নিয়ে থাকলে গ্রাহকের খুব বেশি অসুবিধা হবে না। তবে যাদের পাসওয়ার্ড খোয়া গেছে তাদের ভোগান্তিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করেছে প্রতিষ্ঠানটি।
হ্যাকাররা ৭৭ কোটি ২৯ লাখ চার হাজার ৯৯১ টি ইউনিক ইমেইল হ্যাক করেছে বলে নিশ্চিত করেছে ট্রয় হান্ট। হ্যাক হওয়া তথ্যের মধ্যে ৮৭ জিবির ১২ হাজার ফাইল রয়েছে। যাতে বিভিন্ন ডকুমেন্টর পরিমাণ ছিল ২৭০ কোটির বেশি।
বার্তা কক্ষ
২০ জানুয়ারি,২০১৯