গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৪ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে শুক্রবার ১০০ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ১২ দশমিক ১৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ০১ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত ১৭ লাখ ৪ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১৯ দশমিক ৭০ শতাংশ।
আজ শুক্রবার ১১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান , করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৫১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৭ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৭ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৪১ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৬৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। গত ৩ দিন ধরে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯৬১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ৬৪২ জনের। গতকালের চেয়ে আজ ৬৮১টি নমুনা কম সংগ্রহ হয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৪৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৫ হাজার ৫৫৯ জনে
ঢাকা ব্যুরো চীফ , ১১ সেপ্টেম্বর, ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur