গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা তিন হাজার ৫১৩ জনের। ১২ আগস্ট বুধবার করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আজ থেকে করোনা বিষয়ক বুলেটিন হচ্ছে না। বুলেটিনের পরিবর্তে আজ প্রথম সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হলো।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মোট ৮৬টি পরীক্ষাগারে গত একদিনে করোনার নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৫৫০টি, পরীক্ষা হয় ১৪ হাজার ৭৫১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ দুই হাজার ৭৩৯টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৯৫ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১ ৭জন, মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।
বার্তা কক্ষ, ১২ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur