করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০৬ জন।
২৬ এপ্রিল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জাননো হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত একদিনে ৯৭ জনের মৃত্যুতে মোট মৃ্ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৫০ জন। গতকাল একদিনে ১০১ জনের মৃত্যু এবং ২ হাজার ৯২২ জন রোগী শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।
এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।
ঢাকা চীফ ব্যুরো, ২৬ এপ্রিল,২০২১;