সারাদেশ

দেশে করোনার সুস্থের সংখ্যা লাখের কাছাকাছি

দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৯১ জন। রবিবারের চেয়ে গতকাল সোমবার আট জন কম মৃত্যুবরণ করেছেন।

রবিবার ৪৭ জন মারা যান। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২১ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ বেশি।

সোমবার ১৩ জুলাই দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এ হার ছিল ৫০ দশমিক ৯৩ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার ১ দশমিক ৬৮ শতাংশ বেশি।

বার্তা কক্ষ , ১৪ জুলাই ২০২

Share