দেশে একদিনে ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টায় এ রেকর্ড হিসাব করা হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন।
রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ তথ্য জানিয়ে নসরুল হামিদ ফেসবুকে লিখেছেন, ‘এর আগে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ২০২১ সালের ২৭ এপ্রিল ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট। অনেকেরই হয়তো মনে আছে, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ২৬৮ মেগাওয়াট।’
‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আপনাদের আস্থাই আমাদের প্রেরণা।’ যোগ করেন প্রতিমন্ত্রী।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur