দেশে প্রথমবারের মতো দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হলো- নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি।
২২ অক্টোবর, রোববার বাংলাদেশ ব্যাংকের সভায় এ দুটি ডিজিটাল ব্যাংককে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
নগদ ডিজিটাল ব্যাংক ও কড়ি ডিজিটাল ব্যাংকের পারফরমেন্স পর্যালোচনা করে স্মার্ট ডিজিটাল ব্যাংক,জাপান বাংলা ডিজিটাল ও নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংককে অনুমোদন দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তিনটি কমিটি ডিজিটাল ব্যাংকের জন্য ৫২টি আবেদন মূল্যায়ন করেছে। এরপর প্রস্তাবিত ৯টি ডিজিটাল ব্যাংকের তালিকা পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হয়।
২৩ অক্টোবর ২০২৩
এজি