চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সরকারের আলোচনা ১৫ জুলাই শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের রুপকল্প ভিশন ২১- বাস্তবায়নে অনেক অগ্রগতি হয়েছে। গত কয়েক বছরে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। বাংলদেশের ৬ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে।’
তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে দেশের হয়ে কাজ করতে হবে। আমাদের সবার সহযোগিতা থাকলে আগামি ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হতে পারবো।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাইয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন তথ্য-প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এসএম আশরাফুজ্জাান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্ধ।
পরে তিনি চাঁদপুর সরকারি মহিলা কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur