চাঁদপুর

চাঁদপুরের ৭ কলেজসহ দেশের ২৭১ কলেজ সরকারিকরণে প্রজ্ঞাপন জারি

চাঁদপুরের ৭ কলেজসহ দেশের ২৭১ টি রোববার (১২ আগস্ট) বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি হয়।

৮ আগস্ট ২৭১ কলেজ সরকারিকরণে চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী । এর আগে ২ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়।

২৭১ টি কলেজ নিয়ে এখন দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের সংখ্যা ৫৯৮। এতদিন শিক্ষক প্রশিক্ষণ কলেজ, সরকারি আলিয়া মাদরাসাসহ সরকারি কলেজের সংখ্যা ছিল ৩২৭। এখন সরকারি হওয়া শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী।

চাঁদপুরের ৭টি কলেজ সরকারিকরণের অন্তর্ভূক্ত হয় । এসব কলেজগুলো হলো : কচুয়া বঙ্গবন্ধু কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু কলেজ, চেংগারচর কলেজ,মতলব ডিগ্রি কলেজ ,হাইমচর কলেজ ,হাজীগঞ্জ মডেল কলেজ ও করফুলেন্নছা কলেজ ।

প্রতিবেদক : আবদুল গনি

Share