শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের’ছাত্র-ছাত্রী ৪০% হারে এক কোটি ৪২ লাখ ছাত্র-ছাত্রীকে উপবৃত্তি ও অন্যান্য বৃত্তি , মাধ্যমিক স্তর পর্যন্ত সব ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে বই দেয়া হচ্ছে, যা বিশ্বে এক অতুলনীয় উদাহরণ। আমাদের সব শিশুই এখন স্কুলে যায়। সংখ্যাগত বিবেচনায় আমরা সাফল্য অর্জন করেছি। এখন শিক্ষার গুণগত মান বাড়াতে হবে।’
মন্ত্রী (৬ ডিসেম্বর ) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট এর আওতায় এসিটি কর্মসূচি বাস্তবায়নের জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
যে সব পশ্চাৎপদ এলাকার স্কুলে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ছাত্র-ছাত্রীরা বেশি ফেল করত তাদের অবস্থার উন্নয়নে প্রকল্পের আওতায় অতিরিক্ত কøাস টিচার নিয়োগ দেয়া হয়েছিল। এর ফলে স্কুলগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার মানের উন্নয়ন হয়েছে এবং স্কুলগুলোতে এ তিনটি বিষয়ে ফেলের হার কমে এসেছে।
এসিটি কর্মসূচির আওতায় অতিরিক্ত শিক্ষকদের দিয়ে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ১০ লাখ অতিরিক্ত ক্লাস নেয়া হয়েছে।
মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সহজপাঠ্য বই, ক্লাসরুম আনন্দময় করা এবং পরীক্ষায় বিষয়ের সংখ্যা কমানোর মাধ্যমে এ পরিবর্তন আনা হবে। অষ্টম শ্রেনি পর্যন্ত শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হবে। আমরা সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করতে চাই।’
প্রকল্প পরিচালক ড. মাহামুদ-উল-হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান এবং সেকায়েপ প্রকল্পের অতিরিক্ত পরিচালক আ. হামিদ জমাদ্দার বক্তব্য রাখেন। (দৈনিক সংবাদ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:৫০ পিএম, ৭ ডিসেম্বর ২০১৬, বুধবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur