Home / চাঁদপুর / ‘দেশসেরা’ মনোনীত চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল
‘দেশসেরা’ মনোনীত চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল
ফাইল ছবি

‘দেশসেরা’ মনোনীত চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল

আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার ‘দেশসেরা’ জেলা প্রশাসক মনোনীত হয়েছেন ইলশের বাড়ি চাঁদপুরের অন্যাতম রুপকার জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

মঙ্গলবার(১৯ অক্টোবর) রাতে এক পত্র লিপিতে মন্ত্রী পরিষদ বিভাগের আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পদ্বতিতে নাগরিক সেবা নিশ্চিত করেছেন বিধায় এই পুরস্কার পাচ্ছেন।

এই অবদানের স্বীকৃতি স্বরূপ তিঁনি ডিজিটিাল ওয়ার্ল্ড ২০১৬ এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও দেশের আরো ২ জন কর্মকর্তা এই পুরস্কার পাচ্ছেন বলে জানা গেছে।

তারা হলেন, গাপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওসমান গণি।

বর্তমান সরকারের সময়ে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এখন অনেক দূর এগিয়ে গেছে। এদিকে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল চাঁদপুরে যোগদানের পর থেকেই সৃষ্টিশিল মনোভাব নিয়ে কাজ শুরু করেন। ি

তনি চাঁদপুরকে দেশের মধ্যে প্রথম ডিজিটাল জেলা হিসেবে গড়ে তুলতে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তারই অংশ হিসেবে জনসাধারণের সেবা সহজীকরণ করতে তিনি ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবার মান উন্নয়নে কার শুরু করেন। আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় চাঁদপুর জেলা এবার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই কাজের স্বৃকীতি সরুপ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি সেল এবছর সেরা জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলকে নির্বাচিত করে।

আপডটে, বাংলাদশে সময় ১০:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৬, বুধবার
এইউ

‘দেশসেরা’ মনোনীত চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply