করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের জেলাগুলোতে ৩০ জুন পর্যন্ত ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে জরুরি ব্রিফিংয়ে এই লকডাউনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী।
আগামি ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত এ ‘কঠোর লকডাউন’ চলবে। এ সময় জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহনের বাইরে সব ধরনের সেবা ও গণপরিবহন বন্ধ থাকবে।
ঢাকায় এ ধরনের লকডাউন দেওয়ার পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সংক্রান্ত বৈঠক আছে। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুও বাড়ছে। রবিবার সকাল নাগাদ ২৪ ঘণ্টায় রোগটিতে ৮২ জনের মৃত্যু হয়। এ সংখ্যা গত ৫২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৫ এপ্রিল সর্বোচ্চ ৮৮ জন মারা গিয়েছিলেন। এমনকি গত ২৫ দিনে মৃত্যু ৫ গুণ বেড়েছে।
এছাড়া দৈনিক সংক্রমণ হার ২০ শতাংশের ওপরে যাচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার করে রোগী শনাক্ত হচ্ছে।
ঢাকা চীফ ব্যুরো, ২১ জুন , ২০২১;