চাঁদপুর

দেশের মানুষ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করবে : মানিক

চাঁদপুর জেলা বিএনপি কড়া নিরাপত্তার মধ্যদিয়ে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শনিবার (১০ ফেব্রæয়ারি) বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ করেছে।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে এ সমাবেশ করা হয়।

জেলা বিএনপির এ বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে বিকেল ৩টা থেকেই নারী পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জেলা বিএনপির কার্যালয়ে সামনে অবস্থান নেয়।

এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হ্যান্ড মাইকের মাধ্যমে দলীয় কার্যালয়ের বাইরে জড়ো হতে নেকাতর্মীদের অনুরোধ জানানো হয়।

সমাবেশে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। এসব কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের কর্মসূচিতে বাধা দেবেন না। কারণ বিএনপি কখনোই জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না।’

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া এদেশের মানুষের অধিকার আদায়ের লড়াই করেছিলেন বলেই তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করা হয়েছে। আওয়ামী লীগ ভুলে গেছে এদেশের মানুষ সংগ্রাম করেই স্বাধীনতা অর্জন করেছে। দেশের মানুষই সঠিক সময়ে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনবে। ’

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. সেলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি , ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী প্রমুখ।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলের সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৯:১৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ

Share