বাংলাদেশের মানুষের গড় অায়ু এখন ৭২ বছর। ২০১৬ সালের হিসাবে এক বছরের ব্যবধানে গড় অায়ু বেড়েছে ৭ মাস ২০ দিন। ২০১৬ সালে বাংলাদেশের মানুষের গড় অায়ু ছিল ৭১ দশমিক ৬ বছর।
বুধবার রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী অা হ ম মুস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক অামির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক একেএম অাশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, অামরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে অামরা সার্বিক বিষয় অর্জন করছি। দেশের মানুষের গড় অায়ু বেড়েছে।
নিউজ ডেস্ক
আপডেট সময় ৩:২০ ২৭ জুন ২০১৮ বুধবার
কে এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur