নিউজ ডেস্ক | আপডেট: ০২:১০ অপরাহ্ণ, ০২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) থেকে কিছুটা কমলেও তা একেবারেই থেমে যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০৩ (তিন) নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। আর রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৬৪ মিলিমিটার।
তবে সকাল ৬টার পর ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৬ মিলিমিটার।
বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে এ বৃষ্টিপাত।
তিনি আরো বলেন, বুধবার দিনভর বৃষ্টি হবে। তবে সন্ধ্যার পর রাজধানীতে কিছুট কমতে পারে। বৃহস্পতিবার থেকে কিছুটা কমলেও তা একেবারে থেমে যাবেনা।
অপরদিকে, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের কারণ রাজধানীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শেওড়াপাড়া, কাজীপাড়া, আসাদগেট, মতিঝিল, রামপুরা, শান্তিনগর, বাড্ডা, বারিধারাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধায় দুর্ভোগে পড়েছেন মানুষ। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জমেছে পানি।
চাঁদপুরে গতরাত থেকে বৃষ্টির প্রভাবে নদীর পানি ফুসে উঠেছে। রাস্তাঘাটে পানি জমেছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur