Home / সারাদেশ / দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৪
Electric weather

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৪

দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রপাতে চারজন মারা গেছে। গতকাল বুধবার ও তার আগের দিন এসব ঘটনা ঘটে।

রাঙ্গাবালী : পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে মারা যাওয়া যুবকের নাম ফাইজল গাজী (৩০)। তিনি ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানায়, ৩ জুন সকালে বৃষ্টির মধ্যে ফাইজুলসহ আরো পাঁচ-ছয়জন শ্রমিক কাউখালীর চরের পশ্চিমে মাছ ধরার জন্য ছোট খাল মাটি কেটে বাঁধ তৈরি করছিলেন। এ সময় বজ্রপাত হলে ফাইজুল ঘটনাস্থলেই মারা যান।

রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ‘কাউখালীর চরে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

আত্রাই-রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে পারপাঁচুপুর গ্রামের শিমুলকুচি মাঠে গত মঙ্গলবার মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে আব্দুর রাজ্জাক বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) : জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রত্নাটিলা এলাকায় বজ্রপাতে মো. আদম আলী (৪০) নামে এক কৃষক মারা গেছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল আদম আলী নিজের জমির বীজতলায় কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আদম আলী মারা যান।

ইন্দুরকানী (পিরোজপুর) : ইন্দুরকানীতে ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে অহিদুল (২৫) নামে এক জেলে মারা গেছেন। এ সময় আহত হন খলিলুর রহমান নামে আরো একজন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। কলাইয়া গ্রামের বাসিন্দা ও পত্তাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো. মতিউর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, বজ্রবৃষ্টির সময় স্থানীয় একদল ছেলে ফুটবল খেলছিল। এ সময় সেখানে দাঁড়িয়ে খেলা দেখছিলেন অহিদুল ও খলিলুর রহমান। তখন বজ্রপাত হলে অহিদুল ঘটনাস্থলেই মারা যান।

বার্তা কক্ষ , ৪ জুন ২০২০
এজি