আনোয়ারুল হক :
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেছেন, ‘বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণও নতুন স্কেলে বেতন পাবে। নতুন স্কেলে তাদের বেতন না পাওয়ার কোনো কারণ দেখছি না। বর্তমানে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির ব্যাপারে যারা ভূয়া এসএমএস করেছেন বা অনলাইনে আবেদন করেছেন তা বাদ দেয়া হবে। কম্পিউটার শুধু শিক্ষার জন্য নয়। এটাকে নিয়মিত ব্যবহার করতে হবে। দেশের প্রতিটি উপজেলায় একটি স্কুল ও একটি কলেজকে জাতীয়করণে সরকারের পরিকল্পনা রয়েছে। ’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অনলাইনের ভর্তির আবেদন ক্ষেত্রে জটিলতা নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম অনুসরণ করার চিন্তাভাবনা চলছে।’
তিনি সোমবার রাতে চাঁদপুর সার্কেট হাউজে সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ ইসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান, শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, পুরাণ বাজার বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, ফরক্কাবাদ কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, মুন্সিরহাট কলেজের প্রধান ও শিক্ষকগণ, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন বিল্লাল, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি সামীম আহমেদ খান, মহিলা আওয়ামী লীগের নেত্রী মাসুদা নূর খানম প্রমুখ।
মঙ্গলবার সকালে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান চাঁদপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, হাসান আলী উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
আপডেট: ০৫:১৫ অপরাহ্ণ, ১৬ জুন ২০১৫, মঙ্গলবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।