বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘বাংলাদেশের যতো সোনালী অর্জন ছাত্রলীগের হাত ধরে এসেছে। আর প্রতিটি অর্জনের জন্য ছাত্রলীগ তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে। অথচ কেউ কেউ এখন ছাত্রলীগের বিশাল এই অর্জন বা সাফল্য নিয়ে কথা বলে তাদরে মানে মিথ্যা অপবাদ রটাচ্ছে।’
বুধবার (২৯ আগস্ট) ১১টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলা ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে মিথ্যা অপবাদ রটানোর বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। ছাত্রলীগের ইতিহাস/ঐতিহ্যকে জেনে সামনে অগ্রসর হবে এবং দেশ ও মানুষের কল্যানে কাজ করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রজীবন থেকেই অন্যায়-অবিচারের প্রতিবাদ করেছেন। এজন্য তিনি বহুবার কারাবরণ করেছেন। আমাদের ৫২ ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ, গৌরবের সকল আন্দোলন সংগ্রামের ছাত্রদের বিশেষ ভূমিকা রয়েছে। এজন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন।’
তিনি বলেন বলেন, ‘১৯৭৫ সনে ¯^াধীনতার পরিজিত শক্তিরা তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই জাতির পিতাকে ¯^-পরিবারে হত্যা করেছে। কারণ তারা জাতির পিতার ভক্ত ও আদর্শকে ভয় পেতো। তাই সুকৌশলে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়া চেষ্টা করা হয়েছে। আজকে বঙ্গবন্ধুর কন্য জননেত্রেী শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি জাতির জনককে হত্যার বিচার কাজ শুরু করেছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি ও নৌকার বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীকে কাজ করতে হবে।’
সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।
এছাড়াও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সদর উপজেলা ছাত্রলীগের ১৪টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধু ঘনিষ্টজন ভাষাবীর এমএ ওয়াদুদের স্মারকগ্রন্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আলী মাঝি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি জাফর ইকবাল মুন্না, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজীসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রতিবেদক- আশিক বিন রহিম