Home / সারাদেশ / দেশের নদ-নদীর পানি বাড়ছে
Meghna river
ফাইল ছবি

দেশের নদ-নদীর পানি বাড়ছে

ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ছে দেশের সব প্রধান প্রধান নদ নদীর পানি। এর মধ্যে সিলেট অঞ্চলের কুশিয়ারা, মনু, খোয়াই নদীর পানি চলে এসেছে বিপৎসীমার ১ শ সেন্টিমিটারের ভেতর।

তবে বৃষ্টিপাত আর বেশি না হলে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

আবহাওয়ার পূর্বাভাসে আগামি ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক ও ত্রিপুরা অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে আগামি ২৪ ঘণ্টায় কুশিয়ারা, মনু ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

আম্ফান পরবর্তী প্রভাবের কারণে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা আর দু’একদিন স্থায়ী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি দীর্ঘায়িত হলে বন্যার আশঙ্কা বাড়বে।

তবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা নেই। কেননা, ভারতের আসাম, মেঘালয়, বরাক উপত্যকায় অতিভারী বর্ষণ হচ্ছে না।

বার্তা কক্ষ, ২৯ মে ২০২০
এজি