দেশের ক্ষতি হয় এমন সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি দেশের জন্য ক্ষতিকর নিউজ আপনারা করবেন না।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন।
মন্ত্রী বলেন, কোনটি দেশের জন্য ক্ষতিকর সংবাদ সেটা আপনাদের বিবেচনায় ওপর ন্যস্ত করছি। তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়া রোধ করতে এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশীয় সন্ত্রাসীরা সাম্প্রতিক কর্মকা-গুলো চালাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন। আর এটাই ৭৫-এর ঘাতকদের চোখে কাঁটা হয়ে বিঁধেছে। তাই এই উন্নয়ন অগ্রযাত্রাকে রোধ করার জন্য তারা এ সন্ত্রাসী হামলাগুলো চালাচ্ছে।
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংসদ সদস্য সানজিদা খানম, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা প্রমুখ।(মানব জমিন)
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ১০:৩৪ পিএম,৮ আগস্ট ২০১৬,সমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur