খুলনা,রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডিমলায় সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫ মিলিমিটার রেকর্ড করা হয়েছে ।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পরবর্তী তিন দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়াার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ০৬ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ১০ মিনিটে । ৩ দিন তাপমাত্রা বাড়তে পাড়ে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ( বাসস )
চাঁদপুর আবহাওয়া
চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যে জানা গেছে-চাঁদপুরে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ৩০.৬ সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ সেলসিয়াস ।
সারাদেশে সর্বোচ্চ যশোরের তাপমাত্রা ছিল ৩২.৮ সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৭.৭ সেলসিয়াস
করেসপন্ডেন্ট, ১১ মার্চ, ২০২১