আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নবাসীর আমন্ত্রণে তাদের সাথে উঠোন বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা.দীপু মনি।
সোমবার (২৪ ডিসেম্বর) সকালে পাঠান বাড়িতে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ডা.দীপু মনি বলেন, ‘আপনাদের দোয়া,আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে পর পর ২ বার জাতীয় সংসদে গিয়েছি এবং আপনাদের হয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে যদি আপনাদের দেয়া আমানতের অমর্যাদা না করে থাকি তবে আপনাদের ভোট আমার হক আছে। তাই আমাকে পুনরায় কাজ করার সুযোগ দিবেন। যাতে আবারো আপনাদের সেবা করতে পারি।’
তিনি বলেন, ‘ক্ষমতায় থেকে আমরা সারা বাংলাদেশ সহ চাঁদপুরেও ব্যাপক উন্নয়ন করেছি। প্রাথমিক বিদ্যালয়, কাঁচা রাস্তা পাকাকরণ, কালভার্ট, ব্রিজ, মেরিন একাডেমি, মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটসহ চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা কেউ কল্পনা করতে পারেনি যে চাঁদপুরে একটি মেডিকেল কলেজ হবে। হয়তোবা ভেবেছিলেন আমি যেহেতু একজন চিকিৎসক সে হিসেবে চাঁদপুরে একটি মেডিকেল হওয়ার প্রয়োজন আছে। আর আজকে সে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে । চাঁদপুর একটি মেডিকেল কলেজ হয়েছে আর এ মেডিকেল কলেজে দেশের নামীদামী অধ্যাপক চিকিৎসকরা চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষা দিবে। আগে যেখানে আপনারা ঢাকায় গিয়ে একজন ভাল ডাক্তার দেখাতেন এখন মেডিকেল কলেজ হওয়ার কারণে উন্নত স্বাস্থ্য সেবা চাঁদপুরেই করাতে পারবেন। তাই চাঁদপুরের এবং দেশের উন্নয়নের জন্য আওয়ামী সরকারকে ক্ষমতায় আনার জন্য আবারো নৌকায় ভোট চাই।’
উঠোন বৈঠকে স্বতঃস্ফূর্ত হয়ে এলাকার লোকজন সেখানে ভিড় জমাতে শুরু করেন। এদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বাড়ির প্রতিটি অংশ। তারা দীপু মনিকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীপু মনিও তাদেরকে জড়িয়ে ধরে তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
২৪ ডিসেম্বর ২০১৮ সোমবার