Home / চাঁদপুর / ‘দেশসেরা’ চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল পুরস্কৃত
‘দেশসেরা’ চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল পুরস্কৃত

‘দেশসেরা’ চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল পুরস্কৃত

আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদান রাখায় শুক্রবার (২১ অক্টোবর) ‘দেশসেরা’ জেলা প্রশাসক হিসেবে পুরস্কৃত হয়েছেন, ‘সিটি অব হিলশা’ তথা ইলশের বাড়ি চাঁদপুরের অন্যতম রুপকার জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্দরা সেন্টারে আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ দেশসেরা মনোনীত চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলকে ডিজিটাল ওয়ান্ড-২০১৬ এর ক্রেস্ট ও সনদপএ তুলে দেন অথমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।

এর আগে মঙ্গলবার(১৯ অক্টোবর) রাতে মন্ত্রী পরিষদ বিভাগের আইসিটি সেলের এক পত্র লিপিতে তাঁকে দেশসেরা মনোনীত হওয়ার বিষয়টি জানান।

এতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পদ্বতিতে নাগরিক সেবা নিশ্চিত করেছেন বিধায় এ পুরস্কার পেয়েছেন।

এই অবদানের স্বীকৃতি স্বরূপ তিঁনি ডিজিটিাল ওয়ার্ল্ড ২০১৬ এ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও দেশের আরো ২ জন কর্মকর্তা এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন, গাপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওসমান গণি।

বর্তমান সরকারের সময়ে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এখন অনেক দূর এগিয়ে গেছে। এদিকে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল চাঁদপুরে যোগদানের পর থেকেই সৃষ্টিশিল মনোভাব নিয়ে কাজ শুরু করেন।

তিনি চাঁদপুরকে দেশের মধ্যে প্রথম ডিজিটাল জেলা হিসেবে গড়ে তুলতে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেন। তারই অংশ হিসেবে জনসাধারণের সেবা সহজীকরণ করতে তিনি ডিজিটাল পদ্ধতিতে নাগরিক সেবার মান উন্নয়নে কার শুরু করেন। আইসিটির মাধ্যমে নাগরিক সেবায় চাঁদপুর জেলা এবার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

এ কাজের স্বীকৃতি হিসেবে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি সেল এবছর সেরা জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলকে নির্বাচিত করে।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২১ অক্টোবর ২০১৬, শুক্রবার
ডিএইচ

‘দেশসেরা’ চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল পুরস্কৃত

About The Author

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন

Leave a Reply