দেশসেরা টিম লিডারের সম্মাননা পেলেন কচুয়ার মহসিন

“মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই শ্লোগানে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানবতার সেবায় কাজ করছেন ‘সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন’। তারই ধারাবাহিকতায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নির্দেশে বিভিন্ন সামাজিক কাজ ও অসহায় দরিদ্র মানুষের পাশে থাকায় বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সেরা টিম লিডার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পেলেন চাঁদপুরের কচুয়ার মনপুরা গ্রামের কৃতিসন্তান ও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মহসিন।

৮ জুন শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

প্রতিনিধি সম্মেলন দ্বিতীয় পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য সন্তান ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি দেশের সেরা টিম লিডার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মনিরুজ্জামান মহসিনের হাতে।

এ সময় বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, উর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশের বিভিন্ন গুণীজনরা উপস্থিত ছিলেন।

দেশের সেরা টিম লিডার হিসেবে সম্মাননা ক্রেস্ট পাওয়ার আনন্দে এক প্রতিক্রিয়ায় সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলার সভাপতি মনিরুজ্জামান মহসিন বলেন, যেকোনো সংগঠনের কাজকে এগিয়ে নিতে সম্মাননা পুরষ্কার অনুপ্রেরনা হিসেবে কাজ করে। এ সম্মান শুধু আমার একার নয়। এ সম্মান পুরো সংগঠনের সকল সদস্যের। আমাকে দেশের সেরা টিম লিডার হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে কচুয়ার মনপুরা গ্রামের কৃতি সন্তান সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মহসিন দেশ সেরা সম্মাননা পুরষ্কার পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনসহ এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ জুন ২০২৪

Share