দেশব্যাপী হিফজুল হাদিস প্রতিযোগিতায় চাঁদপুরের কচুয়ার দূর্গাপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ বিন ওমর ৩য় স্থান অর্জন করেছে। ঢাকার হাতিরঝিল এলাকায় তাহফীজুন নুছুছ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৬৫জন অংশগ্রহনকারী প্রতিযোগিতাকারীদের মধ্যে মোহাম্মদ বিন ওমর ৩য় স্থান হয়। এতে মোহাম্মদ আলী সে নগদ ১০ হাজার টাকার পুরস্কার গ্রহণ করেন।
কচুয়া উপজেলার দূর্গাপুর গ্রামের অধিবাসী ওমর আলীর ছেলে মোহাম্মদ আলী প্রথম শাজুলিয়া একাডেমী পড়াশুনা শেষ করে পরে ঢাকা তাহফীজুল ওয়াছ সুন্নাহ মাদরাসা হিফজ বিভাগে পড়াশুনা করছেন।
মোহাম্মদ আলী জানান, আমরা ৫ ভাই ও ১ বোন। দরিদ্র পরিবারের সংসার চালানো বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ভালো পড়াশুনার মাধ্যমে মোহাম্মদ আলী ভবিষ্যতে একজন মুফতি মুহাদ্দিস হতে চান বলে জানান তিনি।
মোহাম্মদ আলীর বাবা ওমর আলী জানান, মোহাম্মদ আলীকে একজন মুহাদ্দিস হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। ৬৪ জেলার মধ্যে আমার ছেলে হাদীস প্রতিযোগিতায় ৩য় স্থান করায় আমি গর্বিত। ছেলের ভবিষ্যত সফলতা কামনায় সকলের দোয়া কামনা করেছেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার বলেন, মোহাম্মদ আলী দেশের মধ্যে হাদীসে তৃতীয় স্থান করায় তাকেঁ অভিনন্দন জানাই। আমরা দূর্গাপুরবাসী তার জন্য গর্বিত। এভাবে তার মতো অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে যাবে বলেও জানান তিনি। এদিকে অসংখ্য হাদিছ মুখস্তকারী বিস্ময়কর বালক মোহাম্মদ আলী (মোহাম্মদ বিন ওমর) দেশের মধ্যে হাদিছে ৩য় স্থান গৌরব অর্জন করায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদারসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur