Home / চাঁদপুর / দেশনেত্রী খালেদা জিয়ার সমাধিতে মোস্তফা খান সফরীসহ নেতৃবৃন্দের শ্রদ্ধা
খালেদা জিয়ার

দেশনেত্রী খালেদা জিয়ার সমাধিতে মোস্তফা খান সফরীসহ নেতৃবৃন্দের শ্রদ্ধা

গনতন্ত্রের মা, আপোষহীন নেত্রী,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সহযোদ্ধাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেছেন চাঁদপুরের কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী।

জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন আবদুল বারী ড্যানি,আমিরুজ্জাম্ন খান শিমুল, মসিউর রহমান বিপ্লব, হায়দার আলী লেনিন,ওমর পারুক সাফিন,সালাউদ্দিন শিশির,এড. জিয়াউদ্দিন জিয়া,দেবাষিস মধু,এড.এ্ এইচ এম আশ্রাফুল ইসলাম আশু,মাজহারুল ইসলাম বাবু প্রমূখ।

নেতৃবৃন্দ দেশগঠন, গনতন্ত্র, নারীর শিক্ষা,নারীর উন্নয়ন,সর্বোপুরি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর জানাজায় প্রমাণ হয়েছে কফিনের পাশেই বাংলাদেশ দাঁড়িয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, জাতি যুগ যুগ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

প্রসঙ্গত, খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে সাত দিনের দলীয় শোক। এর মধ্যেই ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে আজ ভোর থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়।

শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিতে মানুষের উপস্থিতি চতুর্থ দিনেও একটুও ভাটা পড়েনি। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউবা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। শ্রদ্ধা নিবেদন করতে অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে। অনেকেই আবার নতুন প্রজন্মকে জানাতে এসেছেন, তাদের একজন আপসহীন নেত্রী খালেদা জিয়া ছিলেন।

স্টাফ করেসপন্ডেট/
৩ জানুয়ারি ২০২৬