দেশটা সবার, এখানে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয় : জেলা প্রশাসক

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মোহসিন উদ্দিন। একই সঙ্গে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনার জের ধরে সম্প্রীতিতে যেন বিন্দুমাত্র চিড় না ধরে, সে ক্ষেত্রে সর্বোচ্চ সজাগ থাকতে ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

৬ অক্টোবর রবিবার মতলব উত্তর উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন।

তিনি বক্তব্য প্রদানকালে আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষের মুখে মুখে ফেরে এক মহৎ বাক্যবন্ধ ‘ধর্ম যার যার, দেশ সবার’। হাজার বছর ধরে এ ভূখন্ডে লালিত হয়েছে এমন উদার মানসিকতা।

যুগ যুগ ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে গড়ে উঠেছে আমাদের সুমহান সংস্কৃতি। সব ধর্মের মৌলিক অধিকার রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে কাজ করছে। জুলাই বিপপ্লবের পর সুযোগসন্ধানী দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। সচেতন ছাত্র-জনতা পাহারা বসিয়ে উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট আছে।
ধর্মীয় কারণে কোথাও কারও ওপর হামলা হলে, উপাসনালয়ে আঘাত এলে, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সরকারের স্পর্শকাতর কর্মপন্থায় ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মতামত গ্রহণের চর্চা থাকা প্রয়োজন। এতে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি পাবে, যা সবার কামনা। জুলাই বিপ্লবে, ছাত্র-জনতার আন্দোলনে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, সেখানে বিভিন্ন মঞ্চে, সমাবেশে বারবার উচ্চারিত হয়েছে দেশটা সবার, এখানে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়। কেউ উড়ে এসে জুড়ে বসেনি; সবাই এ দেশের সন্তান। সমন্বিত প্রচেষ্টা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় বরাবরের মতোই দুর্গোৎসবের এ বর্ণাঢ্য উদযাপন যথাযথ ধর্মীয় মর্যাদায় নিবিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নিঃসন্দেহে।

বিশেষ অতিথির বক্তব্যে দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার হিেেল্লাল চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর সরকার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবদুল মান্নান লস্কর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মন্জুর আমীন স্বপন, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ওলামা দলের সদস্য মাওলানা তাজুল ইসলাম, উপজেলা জামায়েত ইসলামির আমীর মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান নাদিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন, ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, খাগুরিয়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ মাইন উদ্দিন, ইসলামি ফাউন্ডেশন মতলব উত্তর উপজেলা শাখার ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ হানিফ, উপজেলা পূজ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব।

নিজস্ব প্রতিবেদক, ৬ অক্টোবর ২০২৪

Share