জাতীয়

দেশজুড়ে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে ।

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার রায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।

দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।

নিউজ ডেস্ক ||আপডেট: ০৪:০৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৫, বুধবার

এমআরআর

 

Share