সারাদেশে বইছে ভ্যাপসা গরম। এরই মধ্যে দেশের পাঁচটি বিভাগ ও পাঁচটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে কমতে পারে।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিস জানায় আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রাবহ বয়ে যাচ্ছে তা অনেক জায়গা হতে প্রশমিত হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রাজারহাটে। সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৩ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur