বিনোদন

বৌয়ের ইচ্ছাপুরণ

১৬ ডিসেম্বর শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেছেন সিয়াম আহমেদ। কাজের চাপে এখনো হানিমুনে যেতে পারেননি নবদম্পতি। তবে এর মধ্যে খানিকটা চুপিসারে বউয়ের একটা গোপন ইচ্ছা পূরণ করেছেন ‘দহন’ তারকা।

অবন্তীর দীর্ঘদিনের স্বপ্ন, বিমানের ককপিটে পাইলটদের পাশে বসে আকাশ ভ্রমণ করবেন। নতুন বউয়ের সেই ইচ্ছাটা পূরণ করলেন সিয়াম। এক দিনের ঝটিকা সফরে ঢাকা থেকে কক্সবাবাজার চলে গেলেন। যাওয়ার পথে পুরো সময়টা ককপিটেই কাটিয়েছেন তাঁরা। আর এতে দারুণ খুশি অবন্তী।

কৃতজ্ঞতাস্বরূপ রিজেন্ট এয়ারওয়েজের ক্যাপ্টেন তারেক ও ফার্স্ট অফিসার নাফিজকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।

বার্তা কক্ষ
২৩ ডিসেম্বর,২০১৮

Share