মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন,‘আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছি। আগামী দিনে তোমরা দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে দেশকে উন্নয়নের শিকরে নিয়ে যাবে।শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশকে আজ ডিজিটালে রূপান্তরিত করেছে। বর্তমান সরকার দেশের শিক্ষা বান্ধব সরকার।’
১ ফেব্রুয়ারি শনিবার সকালে খিলা বাজার স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
খিলা বাজার স্কুল এন্ড কলেজ ৫০ বছর পূর্তি, সুর্বন জয়ন্তী পূর্নমিলন উদ্দেশ্য এমপি বলেন ‘এ এলাকার ছাত্রছাত্রীদের দূর্দশার লক্ষ্যে এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র করার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাব। তোমরা ভালো ভাবে লেখা পড়া করলে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাবে।’
বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্রাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম(এলএলবি), বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান বিএসসি, মহিলা ভাইস চেয়ারম্যান কারুন্নাহার কাজল, উপজেলা প্রকোশলী মোঃ রেজাওনুল রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির মোঃ আদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, রায়শ্রী (দঃ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ন আহ্বায়ক টামটা উত্তর ইউপির চেয়ারম্যান উমর ফারুক দর্জি, শাহ্রাস্তি পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
মোঃ জামাল হোসেন