বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া যেতে পারেন ১৮টি দেশে। এছাড়া ২৬টি দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা রয়েছে। আর ১৫৪টি দেশে যেতে হলে সবুজ পাসপোর্টে ভিসা থাকতে হয়। বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্সে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশি পাসপোর্টধারীরা যেসব দেশে ভিসামুক্ত যাতায়াত করতে পারেন সেগুলো হলো এশিয়ার ইন্দোনেশিয়া, ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি,ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন),জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো,বারবাডোজ (১৮০ দিন),ডমিনিকা, বাহামা, গ্রানাডা,সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন),সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস,আফ্রিকার গাম্বিয়া,লেসোথো,প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া ও ভানুয়াতু।
বাংলাদেশিদের ভিসা অন-অ্যারাইভাল সুবিধা দিচ্ছে এশিয়ার মালদ্বীপ,নেপাল, কম্বোডিয়া (৩০ দিন),টিমোর-লেস্ট, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন/ই-ভিসা),আফ্রিকার মরিটানিয়া,মোজাম্বিক,সোমালিয়া (৩০ দিন),উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন/ই-ভিসা), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা),কেপ ভার্দে,কমোরোস,টোগো,প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।
বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ই-ভিসা (অনলাইন ভিসা) সুবিধা রয়েছে মালয়েশিয়া (৩০ দিন),কাতার, মিয়ানমার (২৮ দিন), আফ্রিকার ৪ দেশ কেনিয়া (৯০ দিন),ইথিওপিয়া, জিবুতি ও গ্যাবোনে। এছাড়া পর্যটক নিবন্ধন সুবিধা দেয় পূর্ব আফ্রিকার সিশেলেস। বাংলাদেশের জন্য ইলেক্ট্রনিক ট্রাভেল অথরিটি (ইটিএ) ব্যবস্থা রেখেছে শ্রীলঙ্কা।
বার্তা কক্ষ , ১২ জুন ২০২১