চাঁদপুরে মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৬ জুন মঙ্গলবার প্রকৌশলী দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, দেলোয়ার হোসেন ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তিনি বলেন, দেলোয়ার ভাই আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন। তার মৃত্যুতে চাঁদপুরবাসী হারিয়েছে একজন নিবেদিত সমাজ সেবক আর জাতি হারিয়েছে এক মুক্তিযোদ্ধাকে।
শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা কক্ষ, ১৬ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur