Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / দেবীপুর আরিফা খাতুন সপ্রাবির ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ
দেবীপুর

দেবীপুর আরিফা খাতুন সপ্রাবির ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে দেবীপুর আরিফা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। (৯ জুন) রোববার দুপুরে বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেবীপুর আরিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহ এমরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বশিরউল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাজহারুল ইসলাম মিঠু, মোঃ ইমরান কবির, ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ছখিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন সুলতানা, আকলিমা আক্তার, উম্মে হানি কলি, এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ। আয়োজক সূত্রে জানায় বিদ্যালয়ের ৮২ জন ছাত্রী ও ৫৮ জন ছাত্রকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৯ জুন ২০২৪