কুমিল্লা দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামে কুপি বাতি বিস্ফোরনে একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফতেহাবাদ গ্রামের কেয়াম উদ্দিনের বাড়িতে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎ চলে যাওয়ায় দগ্ধ স্কুল ছাত্র সুজন একটি কেরসিনের কুপি বাতি (ভোমা বাতি) জালানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে অগ্নি দগ্ধে একই পরিবারে ৪ জন মারাত্মক দগ্ধ হন। দগ্ধরা হলেন, দিন মজুর ফিরুজ মিয়ার মাতা (মৃত: আব্দুস সোবানের স্ত্রী) হাজেরা খাতুন(৮৫), পুত্র ফতেহাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সুজন(১২), কণ্যা একই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সাদিয়া বেগম(৯) স্ত্রী কাজল বেগম(৩০)।
অগ্নি দগ্ধ সুজন জানায়, বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ার টেবিলে কুপি বাতি জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পড়ার টেবিলে থাকা সুজন ও তার বোন সাদিয়া দগ্ধ হলে আগুন নেভাতে এসে তার মাতা কাজল বেগমের হাত পুড়ে ফলে। অপর দিকে অসুস্থ্য সুজনের দাদী পাশের চকিতে সুয়ে থাকা অবস্থায় ছিটকে পড়া আগুনে পুড়ে যায়।
স্থানীয়দের সহযোগীতায় তাদের দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল আলম সাকিল জানান, একজন সামান্য দগ্ধ হলেও বৃদ্ধা এবং দু’ শিশুর প্রায় ৪০% শতাংশ পুড়ে গেছে।
কুমিল্লা করেসপন্ডেন্ট || আপডেট: ১০:৫৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫