চাঁদপুর ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব সাফুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ালিকা ‘উত্তাল মার্চে’র মোড়ক উন্মোচন শনিবার (২৫ মার্চ) সকালে করা হয়েছে।
প্রধান অতিথি হয়ে দেওয়ালিকাটির মোড়ক উন্মোচন করেন ফরিদগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. খলিলুর রহমানের ।
তিনি বলেন, প্রকাশিত দেওয়ালিকা অত্যান্ত সুন্দর হয়েছে। মহান স্বাধীনতার মাসে বিদ্যালয় থেকে এই দেওয়ালিকাটি প্রকাশ করায় এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার ঘোষক। বর্তমানে তারই যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, মহান স্বাধীনতার মাস উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের সহায়তায় এই দেওয়ালিকাটি প্রকাশ করে।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১০: ৪২ পিএম, ২৫ মার্চ ২০১৭, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur