চাঁদপুর সদর

দেওয়ান সফিকুজ্জামানের মায়ের ইন্তেকাল

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো.সফিকুজ্জামানের মা খায়রুন্নেচ্ছারোববার ২০ (আগস্ট ) রাত সাড়ে ৮ টায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজেউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ১শ’বছর। রোববার মরহুমার নিজ বাড়ি মঠখোলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ নাতী-নাতনি এবং অনেক আত্মীয়স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন।

ডা.দীপু মনি এমপি’র শোক
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো.সফিকুজ্জামানের মা খায়রুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেলা বিএনপি’র শোক
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামানের মা খায়রুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ও সকল যুগ্ম আহ্বায়কসহ বিএনপির নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ২:১০ পিএম, ২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার
এজি

Share