Home / বিশেষ সংবাদ / বিশ্বে বায়ু-বিষাক্ত বর্জ্যের দূষণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু
pollition ..

বিশ্বে বায়ু-বিষাক্ত বর্জ্যের দূষণে বছরে ৯০ লাখ মানুষের মৃত্যু

বায়ু ও বিষাক্ত বর্জ্যের দূষণের কারণে ২০১৫ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে ৯০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি একদল বিজ্ঞানী একটি গবেষণায় এসব তথ্য জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার ১৭ মে প্রকাশিত প্রতিবেদনে তারা বলছেন, শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নগরায়ণের ফলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে বায়ু দূষণ সংক্রান্ত কারণে মৃত্যু ৭ শতাংশ বেড়েছে।

পিওর আর্থ নামে দূষণ নিয়ে কাজ করা একটি অলাভজনক সংগঠনের প্রধান ও গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলছেন,‘আমরা একটি গরম পাত্রে বসে আছি এবং ধীরে ধীরে জ্বলছি। কিন্তু জলবায়ু পরিবর্তন,ম্যালেরিয়া ও এইচআইভির মতো পরিবেশ দূষণে অত গুরুত্ব দিচ্ছি না।’

২০১৭ সালে একই গবেষণার একটি প্রাথমিক সংস্করণ প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়েছিল, প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে দূষণে। অর্থাৎ প্রতি ছয়জনে একজনের মৃত্যু হয় দূষণজনিত কারণে।

এতে বছরে বিশ্ব অর্থনীতির ৪ লাখ ৬০ হাজার কোটি ডলার ক্ষতি হচ্ছে। অথচ, করোনা মহামারিতে এখন পর্যন্ত ৬৭ লাখ মানুষের প্রাণহানি হয়েছে।

সর্বশেষ গবেষণাটি প্রকাশিত হয়েছে ম্যাডিক্যাল জার্নাল ল্যানচেট। গবেষণায় বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের গ্লোবাল বারডেন অব ডিজিসের ২০১৯ সালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন। গ্লোবাল বারডেন অব ডিজিস নামে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের চলমান গবেষণায় বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতি ও বায়ুদূষণের কারণে কত মানুষের মৃত্যু হচ্ছে সেই হিসেব করা হয়।

১৮ মে ২০২২
এজি