দূর্নীতি জিরো টলারেন্সের প্রত্যয় নিয়ে কাজ করতে হবে: জেলা প্রশাসক
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মতবিনিময় করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ আইনশৃংখলা উন্নয়ন ও মতলব দক্ষিণ উপজেলার প্রতিটি উন্নয়নমূলক কাজে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সরকারি নিদের্শ বাস্তবায়নের পাশাপাশি সকলকে সেবা দেয়ার মন মানুষিকতা নিয়ে কাজ করতে হবে। প্রশাসনের সকল বিভাগে দূর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।তিনি আরো বলেন,
বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সব ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবা প্রাপ্তি জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।
মতলবের সমস্ত অনাবাদী জমি কৃষিক্ষেত্রের আওতায় আনতে সরকার নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। মতলব দক্ষিণ উপজেলায়র কৃষি সেক্টরে উন্নতি সাধনে কৃষকদের মতামতের গুরুত্ব দিয়ে আগামী দিনে কৃষি ভিত্তিক প্রকল্প হাতে নেয়া হবে। ফসল উৎপাদন বাড়াতে কৃষকদেরকে উদ্ধুদ্ধ করতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান,
, উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম , উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউসুল আজম পাটোয়ারী, ,উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা খাদ্য খালেদা আক্তার, উপজেলা সমবায় অফিসার মোঃ আসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৮ মে ২০২৫