চাঁদপুরের হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারীর তা’ উদ্বোধন করেন ।
প্রধান অতিথির বক্তব্যে বেপজা (প্রধানমন্ত্রী কার্যালয়) ও বিদ্যালয়ের আজীবন দাতা এজেড এম আজিজুর রহমান বলেন, ‘খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই খেলাধুলাই পারেই শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে।’
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ও বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী মিসেস তাজরিনা আক্তার প্রমুখ।
প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur