‘ভালো সিনেমা দেখুন, বানভাসী মানুষের পাশে দাঁড়ান’ এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংস্থা বি রিলেটেড টু অডিও ভিজ্যুয়াল এডুকেশন (ব্রেইভ) আয়োজন করেছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রর্দশনী।
সোমবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরপর তিনটি শোতে জাতীয় পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্র রিয়াজুর রিজু পরিচালিত (বাপজানের বায়োস্কোপ) ছবিটি প্রদর্শন করা হয়।
এ প্রদর্শনীর উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর( দুপুর ২টা, বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টায় এই শো প্রর্দশিত হবে। ব্রেইভ এর পরিচালক অধ্যাপক রূপক রায় বলেন, চলচ্চিত্র প্রর্দশনের সমুদয় লভ্যাংশ দূর্গত মানুষের জন্য দান করা হবে। প্রর্দশনীর জন্য অগ্রীম টিকেট শহরের নাজির পাড়াস্থ- জেরক্স পেইজেস এ পাওয়া যাবে।
এ প্রেক্ষিতে আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রদর্শনী শেষে সমাপনী অনুষ্ঠানের সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জনিয়েছেন ব্রেইভ এর পরিচালক অধ্যাপক রূপক রায়।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: : আপডেট, বাংলাদেশ ১০: ৪৩ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ