সারাদেশে এমপিওবিহীন এক হাজার নয়শত চুয়াল্লিশ জন শাখা শিক্ষককে এমপিওভুক্তির সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি লিখেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ হিসেব অনুযায়ী ৬৪ জেলায় এমপিওবিহীন শাখা শিক্ষক এক হাজার নয়শত চুয়াল্লিশ জন।
এঁদের পেছনে এমপিও, চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া ও দু’টি উৎসব বোনাস দিতে সরকারের বাৎসরিক ব্যয় হবে ৪২ কোটি ৩৭ লাখ বিরানব্বই হাজার টাকা। সবাই গ্রেড জাতীয় বেতন স্কেলের ১০ কোড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ২০১১ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বরের আগে দু ’বছর এমপিও না দেয়ার শর্তে অনুমোদিত শ্রেণি শাখার বিপরীতে নিয়োগপ্রাপ্ত এমপিও শিক্ষকের এ সংখ্যা ও এমপিওবাবদ বাৎসরিক খরচের হিসেব শিক্ষা অধিদপ্তর থেকে ৬ সেপ্টম্বর শিক্ষক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ৩০ আগস্ট অধিদপ্তরের কাছে এ সব তথ্যসহ সুপারিশ চায়। তারই প্রেক্ষিতে মাঠ অফিসারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বাজেটের হিসেব কষে এমপিওভুক্তির সুপারিশসহ বিস্তারিত শিক্ষাসচিবকে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
এজি/ডিএইচ