যশোর অফিস :
যশোরের মণিরামপুর থানার ছাদে নিজের রিভলবারের গুলিতে আত্মহত্যা করেছেন খান আলী আকবর নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
মণিরামপুর থানায় শনিবার ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভোর ৫টা ১০ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলী আকবরের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, ভোর সোয়া ৪টার দিকে আকস্মিক একটি গুলির শব্দ শুনতে পান থানায় অবস্থানরতরা। ঘটনা বুঝতে চারদিকে খোঁজখবর নেওয়ার একপর্যায়ে ছাদে উঠে খান আলী আকবরকে পড়ে থাকতে দেখা যায়। পাশে একটি রিভলবার ও একটি গুলির খোসা পাওয়া যায়। দ্রুত তাকে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
ওসি বলেন, ‘এসআই খান আলী আকবর আত্মহত্যা করেছেন বলেই আমাদের ধারণা। দুই স্ত্রী নিয়ে তিনি পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। রাতে তিনি থানায় জরুরি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।’
শনিবার ০৬ জুন ২০১৫ : ০১:১৭ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।