দুষ্কৃতকারীদের বিচার চাইলেন লায়ন মোঃ হারুনুর রশিদ

চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতের গুলিতে নিহত রুহুল আমিন মিছিল দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বাদ আসর পূর্ব বড়ালি বরকন্দাজ বাড়ি জামে মসজিদের সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত রুহুল আমিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ, এসময় তিনি ডাকাতের গুলিতে নির্মমভাবে নিহত রুহুল আমিনের রুহের মাগফিরাত কামনা করেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ইসলামের আমির মাওলানা ইউনুছ হেলাল, নিহত রুহুল আমিনের চাচা আলী হোসেন মিজি, ফরিদগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম, বরকন্দাজ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, নিহত রুহুল আমিন ছোট ভাই মাওলানা আসাদুল্লাহ সোহেল।

আরও পড়ুন=>  ফরিদগঞ্জে ডাকাতের গুলিতে সেলসম্যান নিহত

যানা যায়, ১১ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় উপজেলার রুস্তমপুর সমিতির পোলের গোড়া এলাকার রাড়ি বাড়ির সামনে ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় দুই সন্তানের জনক রুহুল আমিন (৩৫)।

নিহত রুহুল আমিন সিটি কম্পনির বেঙ্গল গ্রুপের সেলসম্যানের কাজ করতেন। রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ডাকাতরা পথরোধ করে। এসময় ডাকাতের হাত থেকে বাচার জন্য রুহুল আমিন রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। পেছন পেছন ডাকাতরাও তাদের কাছে থাকা মোটরসাইকেল নিয়ে দাওয়া দিয়ে ওই বাড়িতে যায়। এরপর তারা রাড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় রুহুল আমিন বাঁচাও ডাকাত বলে চিৎকার দিতে থাকে। এসময় রাড়ি বাড়ির সামনের দোকানে দুএকজন বসে মোবাইলে দেখছিল। তার তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের কাছে থাকা গুলি বের করার কথা বললে ভয়ে দুএকজন পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রাড়ি বাড়ি জামে মসজিদের ইমাম মো. কাউসার বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়ক দিক থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে এসে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরে লোকটি রাড়ি বাড়ির ভেতরে ঢুকে যায়। তার পেছন পেছন আরও একটি মোটরসাইকেলে করে দুজন লোক ভেতরে ঢোকে। কিছুক্ষণ পরই তারা দ্রুত বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করি।

তিনি আরও জানান, এসময় ব্রিজের পাশে মাছ ধরছিল সোহাগ নামে এক যুবক। ডাকাতের কথা শুনে সোহাগসহ আমরা থমকে যাই। ডাকাতরা গুলি বের করে সোহাগ মারার চেষ্টা করলে। সোহাগের হাতে থাকা টেঁটা দিয়ে ডাকাতের আঘাত করে। এসময় ডাকাতরা মোটরসাইকেল থেকে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সোহাগ জানান, আমি ব্রিজের নিচে লাইট মেরে মাছ ধরার চেষ্টা করেছি। হঠাৎ দেখি দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে রাড়ি বাড়ির ভেতরে যায়। তার কিছুক্ষণ পরেই আবার বের হয়ে চিৎকার করতে থাকে ডাকাত ডাকাত। আমি বাধা দিতে গেলে ডাকাতেরা আমাকে গুলি করে। আমি তাদের লক্ষ্য করে আমার হাতে থাকা টেঁটা দিয়ে আঘাত করলে মোটরসাইকেল থেকে এক ডাকাত রাস্তায় পড়ে যায়। অপর ডাকাত দৌড়ে গিয়ে অপর মোটরসাইকেল চালককে গুলি করে। সাথে সাথে মোটরসাইকেল চালক রাস্তায় লুটিয়ে পড়ে। এমসয় ডাকাতরা দ্রুত মোটরসাইকেল নিয়ে তারা ডাকাত ডাকাত চিৎকার দিতে দিতে পালিয়ে যায়। আমারা প্রথমে অনেক ভয় পেয়ে যাই এবং কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা ডাকাত ডাকাত চিৎকার করতে করতে পশ্চিম দিকে গৃদকালিন্দিয়া রোডে দ্রুতগতিতে পালিয়ে যায়। তাদের গুলির আওয়াজে কিছুক্ষণ পর আশপাশের লোকজন এসে দেখ গুলিবিদ্ধ যুবক মারা গেছে। এপার স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

ডাকাতের গুলিতে নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি মিজি বাড়ির হোসেন মিজির ছেলে। রুহুল আমিন দুই ছেলের জনক ছিলেন।

ডাকাতের গুলিতে নিহতের সংসদ শুনে কিছুক্ষণের মধ্যেই চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেল মুকুর চাকমা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ নিয়ে ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে থেকে মৃতদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বুধবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এ নিউজ লেখা পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে নিহতের পরিবারের সদস্য এখনো লিখিত অভিযোগ দায়ের করেননি। রাতে পরিবারের লোকজন মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, রাতেই আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছি। দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা করেছি। আশা করছি খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব জানান, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে এসে খোঁজ খবর নিয়েছি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
১২ নভেম্বর ২০২৫