সারাদেশ

পদ্মা নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের দু’শিক্ষার্থীর মৃত্যু

ঢাকার দোহারে পদ্মা নদীতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) বিকালে তাদের লাশ উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী জানান।

নিহতরা হলেন- অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের আবরার নির্ঝর ও আহমেদ হাসান।

আমজাদ আলী বলেন, অর্থনীতি বিভাগের ১৪ জন শিক্ষার্থী দোহারে বেড়াতে গিয়ে পদ্মায় গোসল করতে নামেন। তাদের মধ্যে ১২ জন উপর উঠে এলেও দুইজন নিখোঁজ থাকেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

দোহারের চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকিরুল ইসলাম বলেন, বেলা আড়াইটার দিকে ছাত্ররা নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন তলিয়ে গেলে সঙ্গীরাসহ এলাকার লোকজন তাদের খোঁজ চালান। কিন্তু খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তিনি আরো বলেন, পরে বিকাল সাড়ে ৫টার দিকে দোহারের মৈনট ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন।(উৎস:কালের কণ্ঠ)

নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ০৬:৫৭ পিএম,৬ সেপ্টেম্বন ২০১৬ মোঙ্গলবার
এইউ

Share