চাঁদপুর কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৭ শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক আহমদ উল্লাহর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
অনুষ্ঠানে মহড়া পরিচালনা করেন কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীগণ ও আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
এ সময় কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৫৫ পিএম, ১০ মার্চ ২০১৭ শুক্রবার
এজি/এইউ