দুর্যোগ প্রশমন দিবসে ফরিদগঞ্জে র্যালি ও সচেতনতামূলক মহড়া
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. সামছুদ্দিন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগ প্রতিরোধ এবং উদ্ধার কার্যক্রম নিয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৩ অক্টোবর ২০২৫